ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যা ১১০৭

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১০৭ জনে। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে। চীন সহ বিভিন্ন দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।

দেশটির পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে আছেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের নতুন নাম দিয়েছে কভিড-নাইনটিন।

বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়ানোর পাশাপাশি আক্রান্ত বাংলাদেশির সংখ্যাও বেড়ে দু’জন হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চীনের বাইরে এ পর্যন্ত ৩০টি দেশের মানুষ কমবেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর-জাপান আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
চীনের বাইরে ৩০টি দেশে একজনের মৃত্যুসহ ৩২০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।ব্রিটিশ এয়ারওয়েজ মার্চের শেষ পর্যন্ত চীনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন