ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনও নিখোঁজ ৫২ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে  ১৫ জনকে মৃত এবং ৭১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ছোট ছোট পাঁচটি বোটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন ১৩৮ জন রোহিঙ্গা। পরে তাদের আরেকটি বোটে তোলার পরই সেটি ডুবে যায়।

মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, ১৩৮ জনের মাঝে নিখোঁজ রয়েছে ৫২ জন। তাদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর দফতর সূত্রে জানা যায়, জীবিত উদ্ধার ৭১ জনের মাঝে ২৪ জন পুরুষ, ৪৪ নারী ও তিন শিশু। মৃত অবস্থায় উদ্ধার ১৫ জনের মধ্যে তিন শিশু ও ১২ জন নারী ছিলেন। নিহত ১৫ জনকে টেকনাফে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ডুবে যাওয়া ট্রলারের রোহিঙ্গারা নুর আলম ও সৈয়দ আলম নামের দুই দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন। উদ্ধার অভিযানকালে ওই বড় বোট থেকে দুজন দালালকে আটক করেছে কোস্টগার্ড।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন