শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায় বসানো হয়েছে পদ্মা সেতুর ২৪তম স্প্যান। আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে ৫-এফ আইডি নম্বরের স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে।
পদ্মা সেতুর প্রকৌশলী এ খবর নিশ্চিত করেন। ২৪তম স্প্যান বসানোর পর দৃশ্যমান হয়েছে সেতুর ৩ হাজার ৬০০ মিটার।
সেতুর সহকারী প্রকৌশলী জানান, ৫-এফ স্প্যান অস্থায়ীভাবে ১২-১৩ নম্বর পিয়ারে রাখা হয়েছিল। সেখান থেকে সকাল ৯টায় তিয়ান-ই ক্রেনে করে ২৪তম স্প্যান ৩০ ও ৩১ নম্বর পিয়ারের কাছে নেওয়ার পর বেলা ১টা ২০ মিনিটে পিয়ারের ওপর তা বসানো হয়।
তিনি আরও জানান, মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি স্প্যান কন্সট্রাকশন সাইটে আছে। যার মধ্যে ২৪টি বসানো সম্পন্ন হয়েছে। দুইটি স্প্যান জাহাজে করে বাংলাদেশের পথে আছে, আর বাকি দুটি চীনে রয়েছে।
আনন্দবাজার/তাঅ