ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সারােদেশ শীতের তীব্রতা কমছে : আবহাওয়া অধিদপ্তর

উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে শীতের তীব্রতা কমতে শুরু করবে চলতি সপ্তাহের শেষে। তার সঙ্গে বাড়তে থাকবে তাপমাত্রা। আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

সোমবার আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, চলতি সপ্তাহে উত্তরাঞ্চল ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে শীতের তীব্রতা কমে যাবে। উত্তরাঞ্চলেও শীতের তীব্রতা কমবে ১৫ ফেব্রুয়ারির পর। কিন্তু সারা মাসজুড়ে শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহের আর কোনে সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন