ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের সচেতনতামূলক ১০০ সভার শুরু

মুজিব বর্ষ উপলক্ষ্যে বিরামপুর সার্কেল ও বিরামপুর থানা পুলিশ সচেতনতা মূলক ১০০ সভা করার উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার ৯টি স্কুল ও মাদ্রাসায় সভার মাধ্যমে এ ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু করা হয়েছে।

বিভিন্ন প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমাবেশে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতা মূলক বক্তব্য দিয়ে পুলিশের পক্ষ্য থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে পুলিশের দিনব্যাপী এই সভা সমূহে উপস্থিত থেকে ব্ক্তব্য রাখেন, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিরামপুর থানার অফিসার উনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সংল্লিষ্ট স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও বিরামপুর থানার অফিসার উনচার্জ (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জস্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চের মধ্যে তাঁরা বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও জনবহুল স্থানে ১০০ সভার মাধ্যমে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতা গড়ে তুলবেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন