ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসচার নেতৃত্বে ১১ (এগার) সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

অতিথিবৃন্দদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব ও পরিচালকবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন উদ্ভিদ শারীরতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান ল্যাব, জীব প্রযুক্তি ল্যাব, পোস্ট-হারভেস্ট প্রসেসিং ল্যাব, উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন