ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে ভর্তি চীনফেরত শিক্ষার্থী

চীন থেকে আসা এক শিক্ষার্থী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তাজদিদ হোসেন নামের চীন ফেরত শিক্ষার্থী। নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা তাজদিদ।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু জানান, জ্বর হলেই করোনাভাইরাস আক্রান্ত ভাবার কোনও কারণ নেই। তাকে সাবধানতার জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

তিনি আরও জানান, চীনফেরত তাজদিদ হোসেনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত তাজদিদ করোনায় আক্রান্ত কি না তা বলতে পারছিনা।

চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তাজদিদ হোসেন। আড়াই বছর ধরে তিনি চীনে পড়াশোনা করছেন।২৯ জানুয়ারি চীন থেকে নেপাল হয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তাজদিদ হোসেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন