ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শঙ্কাজনক হারে বাড়ছে পৃথিবীর উষ্ণতা

পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে মেরু অঞ্চলেও। উষ্ণতম তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকায়। বিশেষজ্ঞরা জানান, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মহাদেশটিতে। যা আগের রেকর্ডের চেয়ে ০ দশমিক ৮ ডিগ্রি বেশি।

আর্জেন্টিনার রিসার্চ স্টেশনের থার্মোমিটারের হিসেবে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৫ সালে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পরিবেশ বিজ্ঞানী জেমস রেনউইক বলেছেন, মাত্র পাঁচ বছরে আগের রেকর্ড ভেঙে দেওয়া এবং নতুন রেকর্ডে আগের চেয়ে প্রায় এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়া ইঙ্গিত করছে কত দ্রুত এখানের তাপমাত্রা বাড়ছে। আর আমরা বিপদের দিকে অগ্রসর হচ্ছি।

এদিকে বিজ্ঞানীরা বলছেন, অ্যান্টার্কটিকার পেনিনসুলা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া স্থান। গত ৫০ বছরে এখানকার তাপমাত্রা গড়ে বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস ।

এ হিসেবে, বৈশ্বিক উষ্ণতার সঙ্গে দিনদিন তাপমাত্রা বাড়ছে উত্তরমেরুরও। যে কারণে গলছে বরফ। আর এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন