ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ৫৬৪ জনের , অবরুদ্ধ ছয় কোটি মানুষ

প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তে চীনের মূল ভূখণ্ড এবং এর বাইরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৭০ জনের।  গত বুধবার চীনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ৯৮৭ জন। চীনে এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে ২৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। দেশটির দুই প্রদেশে অবরুদ্ধ অবস্থায় রয়েছে প্রায় ৬ কোটি মানুষ।

বুধবার মৃত ৭০ জনের সকলেই হুবেই প্রদেশের। এ নিয়ে প্রদেশটির মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪৯ জনে। হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেইতে ১৪ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৭৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। বুধবার সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির মহাপরিচালক ডাক্তার টেড্রোস অ্যাডানম। করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই ৩ মাস মেয়াদী অ্যাকশন প্ল্যান তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতিমধ্যে চীনসহ বিশ্বের ২৮টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। এর মধ্যে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের বিষয় নিশ্চিত করা হয়।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন