ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনীতে ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন কিশোরীরা স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে নিজেকে জানতে পারবে। নিজেকে জানলে বাল্যবিয়ে শিশু মৃত্যহার এবং ডিভোর্স ধীরে ধীরে শুন্যের কোঠায় নেমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

কিশোরীদের বয়স সন্ধি কাল কী কেন হয় এবং এসময় তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. সাদিয়া রহমান, ডা. আফিয়া ফারহানা এবং ডা. নিশিতা পারভীন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন