মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি থেকে রোহিঙ্গাদের জন্য আসছে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস

সোদি আরব থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানি পশুর মাংস আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ সামগ্রী হিসেবে এসব মাংস আমদানি করবে। সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে, যেন মাংসগুলোতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রোহিঙ্গা শরণার্থীদের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস আমদানি করছে। রোহিঙ্গাদের বিণামূল্যে বিতরণের জন্য এসব মাংস পাঠাচ্ছে সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি। এসব মাংশ বিণামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে না। সব মাংশ কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিণামূল্যে বিতরণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে এসব দ্রব্যাদি চট্টগ্রাম বন্দর হতে গৃহীত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ব্যয়ে এ ত্রাণ সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার উপকূলে ট্রলার থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

সংবাদটি শেয়ার করুন