ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন বিমান দুর্ঘ’টনা: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছালে সেখানে অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

গাড়ি থেকে নেমে তিনি সরাসরি স্বজনদের কাছে যান এবং তাদের দুর্দশার কথা শোনেন।

সাক্ষাৎকালে হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়ার একটি স্মারকলিপি তুলে দেন।

তারেক রহমান প্রত্যেকের কথা শোনেন এবং শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং নির্বাচনে মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সকল ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে কাজ করবে বলে অঙ্গীকার করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩৫ জন নিহত এবং বহু শিক্ষার্থী আহত হয়।

সংবাদটি শেয়ার করুন