ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনার বাজারে অস্থিরতা, ফের ভরিতে বাড়ল ৫,২৪৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঘোষণা অনুযায়ী ভরি প্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে। নতুন এই দাম ২১ জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ার ফলে স্থানীয় বাজারেও দাম বেড়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭৪৫ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা,

২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা,

১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

 

সংবাদটি শেয়ার করুন