ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রেয়েছে। বায়ুদূষণের বিশ্বের ১২৫টি শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৯৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বুধবার সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪২ গুণ বেশি রয়েছে।

এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ (৫২১) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (৩৭৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৫২) ও ধানমন্ডি (৩০৮) এলাকায়।

ঢাকার এই চার এলাকায় বাতাসের মান আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন মাদানি সরণির বেজ এজওয়াটার (২৯৬), বেচারাম দেউড়ি (২৬৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫১) ও গোড়ান (২৩১) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন