ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেলে বাড়ছে বৈশাখী ভাতা

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিলো জাতীয় বেতন কমিশন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখ উদযাপন আরো আনন্দময় করতে বৈশাখী ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় এই ভাতা মূল বেতনের বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে।

আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান।

নতুন সুপারিশ অনুযায়ী এটি এখন থেকে মূল বেতনের অর্ধেক বা ৫০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে যে, এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বুধবার এটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন