ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল ২০২৬-এর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ফাইনালে ওঠার এই মহাযুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরুটা কিছুটা দেখেশুনে করলেও রানের চাকা সচল রেখেছে। ইনিংসের ৭.৫ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান।
শুরুতেই উইকেট পতন ও স্থিতু হওয়ার চেষ্টা ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনারকে হারিয়ে কিছুটা ধাক্কা খায় রাজশাহী। চট্টগ্রামের পেসারদের নিয়ন্ত্রিত বোলিং ও সুইংয়ের সামনে রান তোলা খুব একটা সহজ হচ্ছে না। তবে প্রথম উইকেটের পতনের পর ক্রিজে থাকা দুই ব্যাটার উইকেটের আচরণ বুঝে ধীরস্থিরভাবে ইনিংস গড়ার চেষ্টা করছেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজশাহী ৩৯ রান তুলতে সক্ষম হয়।
চট্টগ্রামের আঁটসাঁট বোলিং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহীকে অল্প রানে বেঁধে ফেলতে শুরু থেকেই আক্রমণাত্মক ফিল্ডিং ও নিখুঁত লাইন-লেংথে বোলিং করছে চট্টগ্রাম রয়্যালস। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বল হাতে আসার পর রাজশাহীর রানের গতি আরও মন্থর হয়ে পড়েছে। চট্টগ্রামের লক্ষ্য হলো দ্রুত আরও কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।
ফাইনালে ওঠার সমীকরণ আজকের ম্যাচে যারা জয়ী হবে, তারা সরাসরি পৌঁছে যাবে বিপিএল ২০২৬-এর ফাইনালে। তবে হেরে যাওয়া দলের জন্য আরও একটি সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুরের মন্থর উইকেটে ১৬০ থেকে ১৭০ রানের স্কোরও বেশ লড়াকু হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




