প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে নেমেই আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তরুণ তারকা রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষ সারিতে রয়েছেন রিশাদ। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল হোবার্ট হারিকেন্স। তবে নকআউট পর্বে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চোটে ছিটকে গেছেন অধিনায়ক নাথান এলিস।
আগামীকাল বুধবার নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে হোবার্ট। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এলিসের অনুপস্থিতি দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচে চোট পান অস্ট্রেলিয়ান এই পেসার। তখন চোটের মাত্রা স্পষ্ট না হলেও এখন নিশ্চিত যে তিনি নকআউটে খেলতে পারছেন না। হোবার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলিস কবে মাঠে ফিরবেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে।
নকআউটে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সরাসরি চ্যালেঞ্জার পর্বে উঠে যাবে রিশাদের দল। সেক্ষেত্রে শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা।
চলতি আসরে হোবার্টের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন নাথান এলিস, ইকোনমি ৯.০৩। পাওয়ার প্লে ও ডেথ ওভারে তার কার্যকারিতা দলটির জন্য ছিল অমূল্য। ঠিক তার পরেই রয়েছেন রিশাদ হোসেন ১৩ উইকেট শিকার করেছেন মাত্র ৭.৩২ ইকোনমিতে, যা তাকে দলের অন্যতম ভরসার নাম বানিয়েছে।
এলিসের অনুপস্থিতিতে নকআউট ম্যাচে হোবার্টকে নেতৃত্ব দেবেন বেন ম্যাকডারমট। এদিকে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও ওই সিরিজে এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছে অজি বোর্ড। ইনজুরি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আশা করি বড় কোনো সমস্যা হবে না। টানা কয়েক দিনে তাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।




