ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপির ‘ল্যান্ডস্লাইড’ ঠেকাতে প্রচারণা চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘বেহেশতে’ যাবে—এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “হায়, হায়! কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ইমান এনে তাহলে কোন লাভ নেই। এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাইছে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল আরও বলেন, যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেনি, তারা এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। তিনি বলেন, অনেক মা-বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা ভুলিনি এবং ভবিষ্যতেও ভুলব না।

তিনি বলেন, অনেক ত্যাগের পর দেশ একটি অবস্থানে পৌঁছেছে। সামনে নির্বাচনের সুযোগ এসেছে, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার পথ তৈরি হবে।

সংস্কার বিষয়ে ফখরুল বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার দুই বছর আগে জনগণের কাছে প্রস্তাব করেছে। এখন সরকার প্রচার চালাচ্ছে, কিন্তু সংস্কার আসলে বিএনপিরই সন্তান। তিনি বলেন, “সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো, যেগুলোতে একমত হয়নি সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও রাজি হয়েছি, ঠিক আছে।”

এ সময় তিনি দাবি করেন, বিএনপির ল্যান্ডস্লাইড বিজয় ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে। যারা নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করছে, তাদের ভেতরে ভেতরে কোনো আসনও নেই বলে তিনি মন্তব্য করেন।

ফখরুল বলেন, এবারের ভোট নির্ধারণ করবে এই দেশে লিবারেল ডেমোক্র্যাটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থার রাজনীতি। তিনি বলেন, বিএনপি ভোটের জন্য অপেক্ষা করছে এবং দেশের মানুষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন