ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কটল্যান্ডকে নিয়ে আইসিসির কোনও কথা হয়নি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে তার জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন আলোচনা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয়েছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছিল বলে ক্রিকইনফোর একটি প্রতিবেদনেও উল্লেখ ছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের খবরে এই তথ্যকে ভিন্ন ব্যাখ্যায় তুলে ধরা হয়েছে। তাদের দাবি, বিশ্বকাপ খেলানো নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো আইসিসির কোনো আলোচনা হয়নি, যদিও ডাক পেলে স্কটল্যান্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে প্রস্তুত।

বিবিসি স্পোর্টস স্কটিশ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একই সময় স্কটল্যান্ডের ক্রিকেটাররা মার্চে ওমান ও নামিবিয়ার সঙ্গে হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে অনুশীলনে ফিরেছেন, যা তাদের প্রস্তুতি অব্যাহত রাখার ইঙ্গিত দেয়।

যদি বাংলাদেশ দল খেলতে না পারে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডই বিকল্প হিসেবে সামনে থাকবে। এর আগেও ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় বাছাইপর্বের সেরা দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছিল জিম্বাবুয়ের জায়গায়। এবারও র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডই সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি এবং ডাক পেলেই খেলোয়াড়রা অংশ নিতে প্রস্তুত বলেই জানা গেছে। একই সঙ্গে ২০২৪ সাল থেকে বিশ্বকাপে দল সংখ্যা ২০ এবং বাছাইপর্ব আঞ্চলিক ভিত্তিতে হওয়ায় এবার বিকল্প দল নির্বাচন আগের মতো সহজ নয়; তাই শেষ সিদ্ধান্ত আইসিসির বিবেচনার ওপর নির্ভর করবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বিষয়টি তীব্রভাবে ওঠে আসে এবং সরকারের পরামর্শে ভেন্যু পরিবর্তনের দাবিও আইসিসিকে চিঠির মাধ্যমে জানানো হয়। চিঠি আদান-প্রদান ও ভিডিও কনফারেন্সের পর গত ১৭ জানুয়ারি আইসিসির নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বৈঠক করেন। সেখানে আইসিসি ভারতে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলেও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি।

ক্রীকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, ২১ জানুয়ারির মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সময়সীমার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন, এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন