ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন শান্তি উদ্যোগে পুতিনকে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ও বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছেন। এই শান্তি বোর্ডে অংশগ্রহণের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই সাংবাদিকদের সামনে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়া পশ্চিমা বিশ্বের কাছে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবু ট্রাম্প এই বোর্ডে পুতিনকে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

ট্রাম্প এই বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাকেও এই বোর্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শান্তি বোর্ডের প্রথম কাজ হবে গাজা সংকটের সমাধান। এরপর এটি বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও মধ্যস্থতা ও সমাধানের জন্য কাজ করবে।=বোর্ড অব পিসের সদস্যদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। তবে কোনো দেশ এক বিলিয়ন ডলার অর্থায়ন করলে তাকে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের শান্তি প্রক্রিয়াকে দুর্বল করতে পারে, কারণ বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানভাবে জাতিসংঘের ওপর নির্ভরশীল।

সংবাদটি শেয়ার করুন