ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে না গেলে বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে, ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সোমবার (১৯ জানুয়ারি) এমন তথ্য জানানো হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় বাংলাদেশের পরিবর্তে অংশগ্রহণের দৌড়ে স্কটল্যান্ড এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানায়, আইসিসি বিসিবিকে কার্যত একটি আল্টিমেটাম দিয়েছে—ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে সম্মতি দিতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায় এবং একটি মুম্বাইয়ে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে আগামী বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে গত ৪ জানুয়ারি থেকে বিসিবি ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করে আসছে। এ কারণে তারা তাদের ম্যাচগুলো অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে।

এই সংকট নিরসনে গত শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লজিস্টিক জটিলতা কমিয়ে সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

সংবাদটি শেয়ার করুন