ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার, চূড়ান্ত তালিকা প্রকাশ ২১ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

ইসি কর্মকর্তারা সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী তফসিল অনুসারে, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আপিল শুনানি শেষে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৪ জন।

ইসি সূত্র জানিয়েছে, কোনো রাজনৈতিক দল যদি একটি আসনে একাধিক প্রার্থী দিয়ে থাকে এবং তারা সবাই বাছাই প্রক্রিয়ায় টিকে থাকেন, তবে দলকে মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করতে হবে। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন