ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক-কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ব্যবস্থা জোরদার করতে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা এবং শিক্ষকদের জন্য বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে। এ সেমিনারে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে মনোনয়ন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২১ জানুয়ারির মধ্যেই নির্ধারিত ই-মেইলে মনোনয়ন পাঠাতে বলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন শাখার সিনিয়র সহকারী সচিব কাজী নাজিব হাসান।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে নবম বা তদূর্ধ্ব গ্রেডের একজন কর্মকর্তাকে মনোনীত করতে হবে। মনোনীত ব্যক্তির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইল moe.trainingsection@gmail.com ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ডিজিটাল উপস্থিতি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নই এ সেমিনারের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন