ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনার বাজারে আ’গুন, ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ফলে এক ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।

মূলত স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন নির্ধারিত দাম মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন