ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যেসব এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর ব্যবস্থা নেবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছেন, বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার অঞ্চল (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত), পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে গত সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, এই এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ এবং সড়ক পরিবহন আইনের আওতায় এটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে পারে।

তিনি আরও জানান, সম্প্রতি জারি হওয়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মোতাবেক পুলিশকে নিরব এলাকায় হর্ন বাজানো বা অন্য কোনো শব্দদূষণরোধী কার্যক্রমের জন্য জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে, ডিএমপি নিরব এলাকায় হর্ন বাজালে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন