ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসির সামনে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের অবস্থান

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

দ্বিতীয় দিনের মতো চলমান এ বিক্ষোভ কর্মসূচি সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইসি ভবনের সামনের সড়কে অবস্থান করেন ছাত্রদল কর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ইসির দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। সরেজমিনে দেখা যায়,সকাল সাড়ে ১০টার পর রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন এবং সোয়া ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় ছাত্রনেতা ইসি ভবনের সামনের রাস্তায় বসে পড়লে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি চলাকালে একের পর এক ছাত্রনেতা বক্তব্য দিয়ে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি ভবনের নিরাপত্তায় পুলিশ ছাড়াও র‍্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

কর্মসূচিতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দাবি আদায়ে ইসির সদিচ্ছার প্রকাশ না পেলে ছাত্রদল সব ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তিনি জানান, আপাতত শুধু মূল সড়ক অবরোধ করা হয়েছে, তবে প্রয়োজনে ইসি ভবনের মূল গেট অবরোধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, দ্বিতীয় দিনের মতো ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে সারারাত অবস্থান করেও দাবি আদায় করা হবে।

ছাত্রদলের অভিযোগ অনুযায়ী, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে।

এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করে সংগঠনটি। একই সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করেছে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন