সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সকল বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে। এই প্রজ্ঞাপনে উপসচিব আবেদা আফসারী স্বাক্ষর করেছেন।
একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবে না। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য’ বিশেষ শর্তে কিছু ব্যতিক্রম রয়েছে। ‘
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী যারা নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং গৃহীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও তাদের সশস্ত্র রিটেইনাররা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




