ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার জন্য বড় দুঃসংবাদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা লাগল দক্ষিণ আফ্রিকার। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে জোবার্গ সুপার কিংসের এসএ টোয়েন্টি ম্যাচে কাঁধের হাড় ভেঙে গেছে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকা ডোনোভান ফেরেইরার। একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে এই তারকাকে দলে নিয়েছিল প্রোটিয়ারা।

শনিবার রাতে প্রিটোরিয়ার ইনিংসের শেষ বলের কাভার বাউন্ডারিতে ফিল্ডিং করতে যেয়ে নিশ্চিত চার থামাতে গিয়ে নিজেকে যেন ছুড়ে দেন ফেরেইরা। মাটিতে লাফ দিলে পড়ে বাঁ কাঁধে চোট পেয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে ব্যাট করতে এলেও এক বল খেলে তীব্র যন্ত্রণা নিয়ে রিটায়ার্ড আউট হন। ম্যাচ শেষে তিনি বলেন, তার খারাপ লাগছে এবং স্ক্যান করাবেন। তারপরই ধরা পড়েছে কাঁধের হাড়ের ফাটল।

কম করে হলেও এসএ টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না তারকার। একই সঙ্গে বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা থাকছে তিনি।

২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার তিনি। ১৭৭ এর বেশি স্ট্রাইক রেটে ১৭১৬ রান তার। ছয় কিংবা সাতে তাকে এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে দক্ষিণ আফ্রিকা, যিনি ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারেন, প্রয়োজনে কিপিং করতে পারেন এবং খণ্ডকালীন স্পিনও। এই ধরনের ত্রিমাত্রিক ক্রিকেটার যেখানে বিরল, তখন তাকে বিশ্বকাপে হারানো দক্ষিণ আফ্রিকার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হবে।

সংবাদটি শেয়ার করুন