২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।
এই রায়ের ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
রায়ের এই সিদ্ধান্ত সম্পর্কে প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, মামলার রায় ঘোষণা সংক্রান্ত কার্যক্রম আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেটি জনসম্মুখে সরাসরি সম্প্রচার করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
উল্লেখ্য, এই মামলায় গত ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। মামলাটি ২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়—এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।
এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার সকল প্রাসঙ্গিক তথ্য ও আদালতের সিদ্ধান্তে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগ্রহ ও নজর রয়েছে। মামলার রায় কি হবে এবং কীভাবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে—এটি আগামীকাল দেশের জনগণের কাছে পরিষ্কার হবে।




