ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর টিভি শোয়ে ফিরছেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তার দ্বিতীয় সংসার ভেঙে গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহের এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি এই বিচ্ছেদের খবর প্রকাশ করেন।

বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়নের পর এবার নতুন সুখবর দিয়েছেন এই গায়ক। তিনি জানান, পর্দায় ফের দেখা যাবে তাকে। একটি নতুন টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফিরে আসছেন, যেখানে তিনি উপস্থাপক হিসেবে কাজ করবেন। বেসরকারি টেলিভিশনের একটি পারিবারিক গেম শো’র সিজন-২-এর উপস্থাপক হিসেবে তাকে দেখা যাবে।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় কথা হলো প্রশ্নগুলোর সার্ভে সারাদেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে, তাই প্রশ্নগুলো মজার এবং চমকপ্রদ হবে।

তাহসান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন।

রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট; তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে তার।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসানের বিয়ে হয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে। তাদের ঘরে কন্যাসন্তান আইরা তাহরিম খান জন্মগ্রহণ করেন। পরে ২০১৭ সালে মিথিলা ও তাহসানের বিয়ে বিচ্ছেদ হয়।

তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সংগীত ও অভিনয়—উভয় মাধ্যমেই তিনি সফল। এছাড়া তিনি ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন