বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা আজ রোববার (১৮ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকাল ৫টায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস সাক্ষাতে যান এবং দলের চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য আলাপ করেন।
এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একই স্থানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন।
এ সময় দুই রাষ্ট্রদূত আলাদা আলাদাভাবে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সাধারণত এ ধরনের সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে এই সাক্ষাতকে দুই দেশের রাষ্ট্রদূতদের সাথে সম্পর্ক স্থাপন ও কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এটি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনায় অংশগ্রহণের একটি দিক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।




