ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার হয়েছে, তবে পুলিশ সংস্কার এখনও অসম্পূর্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কার তিনি যেভাবে চেয়েছিলেন, সেভাবে তা সম্ভব হয়নি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা বললে তা ভাইরাল হয় এবং বেশি ভিউ পাওয়া যায়; তবে কোনো সংস্কার হয়নি—এটা সম্পূর্ণ ভুল। তার ভাষ্য, সংস্কার যথেষ্ট হয়েছে; যদি প্রত্যাশা ১০ ধরা হয়, অন্তত চারটি অর্জন করতে পেরেছেন তারা। তবে পুলিশ সংস্কার তিনি যেভাবে চেয়েছিলেন, সেই পর্যায়ে আসতে পারেননি। তিনি আরও বলেন, এ কাজে সবাইকে সঙ্গে নিয়ে ব্যাপক পরামর্শ হয়েছে, এমনকি ৭২-এর সংবিধান প্রণয়নের সময়ও এমন পরামর্শ করা হয়েছিল।

আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে সব আইন প্রয়োজন ছিল, সবই করা হয়েছে এবং এর ধারাবাহিকতায় আইন শাসন প্রতিষ্ঠায় আরও ৫-১০ বছর সময় লাগবে। তিনি বলেন, “আমরা সংস্কারের পথে এগিয়েছি; নির্বাচিত সরকার এই ধারাকে ধরে রাখলে জনগণ এর সুফল পাবে।”

তিনি আরও মন্তব্য করেন, শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবেন না; উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে এবং তা উচ্চ আদালত থেকেই হবে।

সংবাদটি শেয়ার করুন