ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাস্তার পাশের ফুটপাতে যত্রতত্র মূত্র বিসর্জন ক্যাম্পাসের পরিবেশকে দূষিত করে তোলে। এ সমস্যা সমাধানে চারটি পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাবি ক্যাম্পাসে প্রাকৃতিক কার্য সম্পাদনের কোন সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় এখানে আসা রিকশাওয়ালা, পথচারী এবং অভিভাবকরা রাস্তার পাশেই তাদের প্রাকৃতিক কার্য সম্পাদন করেন। এ সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্নজনের সাথে পরামর্শ করেছি। আমরা পরিবেশ উপদেষ্টার নিকট দাবি জানিয়েছিলাম এখানে যাতে পাবলিক টয়লেট করে দেওয়া হয়। তো চারটি পাবলিক টয়লেটের অনুমোদন দেওয়া হয়েছে। আজকে সিটি কর্পোরেশন থেকে লোক এসে টয়লেট স্থাপনের জায়গা পরিদর্শন করে গেছেন। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, ‘কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা যত্রতত্র মূত্র বিসর্জন নিয়ন্ত্রণ করা এবং ব্লিচিং পাউডার ছিটানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’
কোন জায়গায় টয়লেট স্থাপন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিএসসিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট সংলগ্ন মেট্রোরেল স্টেশনের পাশে একটি টয়লেট স্থাপন করা হবে। এছাড়া, তিন নেতার মাজার এলাকায় রমনা কালী মন্দির সংলগ্ন এলাকায় আরেকটি টয়লেট স্থাপন করা হবে। এজন্য, গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হবে বলে জানান তিনি।
মিনহাজ বলেন, বাকি দুটি টয়লেটের একটি শহিদ মিনার ও ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে এবং আরেকটি টয়লেট সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন পলাশী অভিমুখী রাস্তার পাশে স্থাপন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আপাতত এ চারটি টয়লেট আমরা পরিক্ষামূলক ভাবে চালু করে দেখবো আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারি। এরপর প্রয়োজন হলে আরও স্থাপন করা হবে।




