আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
গত ১৫ জানুয়ারি পোস্টাল ব্যালট প্রস্তুত ও পাঠানোর পুরো প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগ তোলে বিএনপি। এ সময় ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনকে জানায় বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে। এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিল দলটি
আজকের বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।




