টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়ে দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত থেকে তারা একচুলও সরছে না।
বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে আইসিসি দলের দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে এবং বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় থাকে। বৈঠক শেষে আইসিসি প্রতিনিধি দল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।
নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করেই মূলত এই সংকট তৈরি হয়েছে। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আগেই চিঠি দিয়ে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিক কারও জন্যই ভারত সফর নিরাপদ নয়। তাই নিরপেক্ষ কোনো দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় বোর্ড।
গতকাল বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং এতে কোনো পরিবর্তন আসবে না। তিনি উল্লেখ করেন, বোর্ড ও সরকার উভয়ই মনে করছে নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে গিয়ে খেলার কোনো সুযোগ নেই। আজকের বৈঠকেও সেই বার্তাই আইসিসিকে জানানো হয়েছে।
ফলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন পুরোপুরি নির্ভর করছে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের ওপর। বিসিবি আশাবাদী, আলোচনার ফল ইতিবাচক হবে এবং দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান আসবে।




