ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের নৈশকালীন ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের তোপের মুখে পড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালস। টস জিতে রাজশাহীর অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বোলাররা যেন তার প্রতিদান দিলেন প্রতিটি ওভারে। ইনিংসের ১৫.৩ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ ৭ উইকেটে ৯০ রান।
গতি ও উইকেট পতন ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের সামনে অসহায় ছিলেন চট্টগ্রামের ব্যাটাররা। পাওয়ার প্লের সুবিধা নেওয়া তো দূরে থাক, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উল্টো চাপে পড়ে যায় সাগর পাড়ের দলটি। চট্টগ্রামের টপ অর্ডার ও মিডল অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ। দলের অধিকাংশ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরেছেন।
রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং রাজশাহী ওয়ারিয়র্সের বোলাররা আজ লাইন ও লেংথে ছিলেন নিখুঁত। স্পিনারদের ঘূর্ণি আর পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চট্টগ্রামের রানের চাকা প্রায় স্থবির হয়ে যায়। ১৫তম ওভারে জোড়া উইকেট হারিয়ে চট্টগ্রাম যখন ৮ উইকেট হারানোর শঙ্কায়, তখন ইনিংসের বাকি পথ পাড়ি দেওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চাপে চট্টগ্রাম রয়্যালস বর্তমানে ক্রিজে থাকা লোয়ার অর্ডার ব্যাটারদের লক্ষ্য এখন অন্তত ১০০ রান পার করা। তবে যে গতিতে উইকেট পড়ছে, তাতে লড়াকু কোনো স্কোর গড়া চট্টগ্রামের জন্য বেশ কঠিন। অন্যদিকে, ১২০/১৩০ রানের লক্ষ্য পেলেও জয় সহজ হবে রাজশাহীর জন্য, যা তাদের পয়েন্ট টেবিলের অবস্থানে বড় পরিবর্তন আনতে পারে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




