ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাইগার যুবাদের বোলিং তান্ডব: শুরুতেই চাপে ভারত-দেখুন সরাসির

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। বুলাওয়েতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের, অধিনায়ক টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ইনিংসের শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশের বোলাররা।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে ভারতীয় টপ অর্ডার। ইনিংসের প্রথম ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। পাওয়ার প্লে-র শুরুতেই দুই জন গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জিম্বাবুয়ের কন্ডিশন এবং সকালের উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে বাংলাদেশের বোলাররা চমৎকার সুইং ও বাউন্স আদায় করে নিচ্ছেন। ভারতের ব্যাটাররা হাত খুলে খেলার কোনো সুযোগই পাচ্ছেন না। বর্তমানে ক্রিজে থাকা ভারতীয় ব্যাটাররা ইনিংস মেরামতের চেষ্টা করছেন, অন্যদিকে বাংলাদেশ চাইবে দ্রুত আরও কিছু উইকেট তুলে নিয়ে চ্যাম্পিয়নদের অল্প রানে আটকে দিতে।

এই ম্যাচটি উভয় দলের জন্যই বিশ্বকাপের পথচলা মসৃণ করার বড় সুযোগ। বিশেষ করে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে শুরুতে চেপে ধরা বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গ্যালারিতে থাকা দর্শকদের চিৎকার আর মাঠের রোমাঞ্চ মিলিয়ে বুলাওয়েতে আজ এক জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন