ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন অফিসে চলেছে ৮ম দিনের আপিল শুনানি

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত।

৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে আজ। রোববার (১৮ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির শেষদিন।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) কমিশনে ৪৩টি আবেদনের মধ্যে ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে এবং ১৭টি আপিল আবেদন মঞ্জুর কয়েছে এবং নামঞ্জুর করেছে ৪টি আপিল । শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। অপেক্ষামান তালিকায় আছে ৪ টি আবেদন।

সংবাদটি শেয়ার করুন