নির্বাচন নিয়ে কোনো চাপ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে কেউ ভোটে নিয়ে আসার জন্যও বলছে না। হয়তোবা বলত, আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি সরি বলেছে? তারা যে গুম, খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
প্রেসসচিব বলেন, আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগের লোকরাও কি সাড়ে ১৫ বছর ভোট দিতে পেরেছে? তারা তো ভোটও দিতে পারেনি। তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষ নেয় কখনো না।
এদিকে একই দিন সকালে আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এ সময় তিনি উল্লেখ করেন, ‘পুরো পৃথিবীতেই সব দেশের সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনও ‘হ্যাঁ’ এর পক্ষ নেয়, কখনো ‘না’।’
শফিকুল আলম বলেন, আমরা তো সংস্কারের পক্ষে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে-পুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।
এর আগে তিনি আখাউড়ার খড়মপুর হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করেন।




