বাংলাদেশ ম্যাথেমেটিক্যাল সোসাইটি (বিএমএস) ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৬তম জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বুয়েটের গনিত বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণিত চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বুয়েটের তাহজিব হোসেন খান। দ্বিতীয় হন বুয়েটের এম. এ. মোসাবির অন্তর এবং তৃতীয় স্থান অধিকার করেন একই প্রতিষ্ঠানের মো. আশরাফুল ইসলাম। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীরা হলেন— বুয়েটের মো. ইস্তিয়াক রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. ইদ্দিন আহমাদ হাসিন, কুয়েটের মো. ফারজামুল ইসলাম, সাস্টের মো. জবায়ের হোসেন সমপদ, বুয়েটের অনিন্দ্য বিশ্বাস, রুয়েটের ইরফান হোসেন ভূইয়ান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. গোলাম মুসাব্বির জয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গণিত শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




