ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণার ঝড়ে থাইল্যান্ডের বড় হার, টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে নেপালে প্রস্তুতির মঞ্চে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল লড়াই শুরুর আগে খেলা দুই প্রস্তুতি ম্যাচেই জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মুলাপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায়। ৬ রান করেই সাজঘরে ফেরেন তিনি। তবে অন্য ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন দুটি চার ও একটি ছক্কায় ২৯ বলে করেন ৩১ রান।

মাঝের দিকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজন মিলে গড়েন ৫১ রানের কার্যকর জুটি। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে সমান ২৮ রান করে আউট হন। শেষদিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও শবানা মোস্তারি স্বর্ণা ১৪ বলে এবং শবানা ১৫ বলে ২৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের সংগ্রহ নিয়ে যান ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানে।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। দলের হয়ে লড়াই করেন নান্নাপাত কোনছারেকাই ৪৮ বলে করেন ৫২ রান। ছানিডা সুথিরুয়াগের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে থাইল্যান্ড থামে ১১৭ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারিয়া তৃষ্ণা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন আরও তিন বোলার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

সংবাদটি শেয়ার করুন