মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ২৫তম ম্যাচে জয়রথ সচল রাখল চট্টগ্রাম রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে পরাজিত করেছে তারা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বর (১) স্থানটি আরও সুসংহত করল চট্টগ্রাম, অন্যদিকে পরাজয়ের গ্লানি নিয়ে ৬ নম্বরেই (৬) পড়ে রইল নোয়াখালী।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। শুরু থেকেই চট্টগ্রামের পেসার ও স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করে নোয়াখালীর ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে নোয়াখালী মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে কোনো বড় জুটি গড়তে ব্যর্থ হয় নোয়াখালীর মিডল অর্ডার।
১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালস কিছুটা সাবধানী শুরু করে। দলীয় সংগ্রহ বাড়াতে গিয়ে ৫টি উইকেট হারালেও জয়ের পথ থেকে বিচ্যুত হয়নি তারা। ১৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যালসরা। ১৮ বল (৩ ওভার) হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
এই জয়ের পর চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে (১) তাদের রাজত্ব ধরে রেখেছে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস তাদের ষষ্ঠ (#৬) অবস্থান থেকে উপরে ওঠার সুযোগ হাতছাড়া করল।




