ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি যুবারা-দেখবেন যেভাবে

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের পর্দা উঠেছে গতকাল, উদ্বোধনী দিনে ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচসহ মাঠে গড়িয়েছে তিনটি লড়াই। আজ দ্বিতীয় দিনে আরও ছয়টি দল টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করেছে। বাংলাদেশের যুবাদের অপেক্ষা অবসান ঘটিয়ে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন।

জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৫০ ওভারের এই আসরে বাংলাদেশের সব ম্যাচই হবে জিম্বাবুয়ের মাঠে। প্রথম ম্যাচে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভারতের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। আত্মবিশ্বাসে টগবগে ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে।

ইতিহাস ও পরিসংখ্যান

যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত ১৫ আসরে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, সর্বশেষ ২০২২ সালে। অন্যদিকে বাংলাদেশের ঝুলিতে রয়েছে ২০২০ সালের ঐতিহাসিক শিরোপা, যেখানে ফাইনালে ভারতকেই হারিয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল লাল–সবুজের প্রতিনিধিরা।

‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচের পর ২০ জানুয়ারি কিউইদের মোকাবিলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে হারারেতে।

বাংলাদেশ থেকে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে র‌্যাবিটহোল প্ল্যাটফর্মে। পাশাপাশি স্টার স্পোর্টস ভারত, শ্রীলঙ্কা ও নেপালে সম্প্রচার করবে। মধ্যপ্রাচ্যে ক্রিকলাইফ, যুক্তরাষ্ট্র–কানাডায় উইলো টিভি, যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, অস্ট্রেলিয়ায় অ্যামাজন প্রাইম এবং আফ্রিকায় সুপার স্পোর্টে সম্প্রচার হবে খেলা।

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশের যুবাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই দিয়েই শুরু হতে যাচ্ছে সেই স্বপ্নযাত্রা।

সংবাদটি শেয়ার করুন