ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঝপথে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর

বিপিএলের মাঝপথে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে দলের নতুন নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার।

কেন সরে দাঁড়ালেন সোহান

দীর্ঘদিন ধরে রংপুরের নেতৃত্ব সামলালেও চলতি আসরের মাঝামাঝিতে এসে নিজেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন সোহান। আর্থার জানান, সোহান তার ব্যক্তিগত পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে চান এবং দলের স্বার্থকেই সবার আগে রেখেছেন। কোচের ভাষায়, “এটা প্রমাণ করে সে কতটা নিঃস্বার্থ মানুষ। নিজের চেয়ে দলকে এগিয়ে রাখা এবং পারফরম্যান্স উন্নত করার মানসিকতা সত্যিই প্রশংসনীয়।”

লিটনের ওপর আস্থা আর্থারের

নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে বেছে নেওয়াকে ‘সহজ সিদ্ধান্ত’ বলেই মনে করছেন আর্থার। তিনি বলেন, “লিটনের অ্যাপ্রোচ দারুণ আগ্রাসী, মানসিকতা পরিষ্কার এবং সে এমন নেতা যাকে সবাই অনুসরণ করে ও সম্মান করে। জাতীয় দলেও সে নেতৃত্ব দিচ্ছে—এ কারণেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

প্লে-অফের লড়াইয়ে রংপুর

চলতি আসরে ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রংপুর রাইডার্স। অধিনায়ক পরিবর্তনের পর নতুন উদ্যমে মাঠে নামতে চায় দলটি। আগামী ১৭ জানুয়ারি তাদের পরবর্তী প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস যা লিটনের নেতৃত্বে রংপুরের প্রথম পরীক্ষা।

 

 

সংবাদটি শেয়ার করুন