ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ, টস জিতে ফিল্ডিংয়ে রয়্যালস-দেখুন সরাসরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ২৫তম ম্যাচে আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম এই ম্যাচে টস জিতেছেন চট্টগ্রামের অধিনায়ক এবং তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেস শুরুতেই ১টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও দ্রুত রান তুলে সেই ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছে। ইনিংসের ৩.৬ ওভার শেষে নোয়াখালীর সংগ্রহ ৩৮ রান, বিনিময়ে তারা হারিয়েছে ১টি উইকেট।

শুরুতেই উইকেট পতন ও পাল্টা আক্রমণ

ব্যাটিং করতে নেমে ইনিংসের গোড়াতেই ধাক্কা খায় নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত সাজঘরে ফিরতে হয়েছে তাদের একজন ওপেনারকে। তবে সেই চাপকে তোয়াক্কা না করে পাল্টা আক্রমণ শুরু করেছেন ক্রিজে থাকা বাকি ব্যাটাররা। ৩.৬ ওভারেই ৩৮ রান তুলে ফেলা নির্দেশ করছে যে, উইকেটে থিতু হতে পারলে আজ মিরপুরে বড় সংগ্রহের দেখা মিলতে পারে।

চট্টগ্রামের রণকৌশল

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালস আজ শুরুতেই উইকেট তুলে নিয়ে নোয়াখালীকে চেপে ধরার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে আরও কিছু উইকেট তুলে নিতে মরিয়া চট্টগ্রামের বোলাররা।

ম্যাচ ফ্যাক্টর

মিরপুরের উইকেট সাধারণত বিকেলের দিকে কিছুটা মন্থর থাকে, তবে রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে। যেহেতু এটি দিনের ম্যাচ, তাই বড় টার্গেট দেওয়া নোয়াখালীর জন্য এখন প্রধান লক্ষ্য। অন্যদিকে, চট্টগ্রাম চাইবে পাওয়ার প্লের বাকি ২.২ ওভারে রানের চাকা আটকে রাখতে।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন