বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি সার্বিক বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শুক্রবার বিকালে একটি সংবাদ সম্মেলন ডেকেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর কিছু ঘণ্টা পর রাত ৯টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট ২৫৩ আসনের সমঝোতার ঘোষণা দেয়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচনে অংশ নেবে। তবে কিছু আসনে এখনো ঝামেলা রয়েছে, যা সমাধানের পর চূড়ান্ত হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোট বৈঠক অনুষ্ঠিত হয়।




