ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ, মুসলমানরা ইবাদতে ব্যস্ত থাকবেন । আজ ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ রাত, পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতটি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আযগার এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে পালন করছেন।

ইতিহাসে  শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই রাতে আল্লাহর নির্দেশে নবী (সা.) মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান পৌঁছে দেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) কাবা শরিফ থেকে যাত্রা শুরু করে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে পৌঁছান। এখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন, যা কুরআনে ‘ইসরা’ নামে বর্ণিত।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন আসমানিক নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

শবে মেরাজ উপলক্ষে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ বাসভবনে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন