ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরার সাততলা ভবনের আগুনে তিনজনের মৃ’ত্যু

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে, যাতে তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই, সকাল ৭টা ৫৪ মিনিটে, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

তিনি আরও জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার মধ্যে সম্পূর্ণভাবে নেভানো হয়।

এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে—দুই নারী ও এক পুরুষ। এছাড়া ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন