ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানোই যথেষ্ট নয়’

গত বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। তার বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগ দাবি করে এবং সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দিনের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে না নামায় খেলা শুরুই হয়নি। পরিস্থিতি সামাল দিতে বিকেলে বিসিবি এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়েছেন, শুধু অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানো যথেষ্ট নয়। তাঁর মতে, ক্রিকেটারদের প্রতি এমন মন্তব্যের পর নাজমুলের বিসিবির পরিচালক হিসেবেও থাকার নৈতিক অধিকার নেই। তিনি বলেন, ‘এটা (অর্থ কমিটি থেকে সরানো) কোনো সমাধান না। আমরা তাঁর পূর্ণ পদত্যাগ চাই।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্ষতির বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাজমুল বলেন, এতে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদেরই। তাঁর ভাষ্য, ‘ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়, পারফরম্যান্স অনুযায়ী টাকা পায়। বোর্ডের এখানে লাভ-ক্ষতির কোনো বিষয় নেই, অন্তত এই বিশ্বকাপের জন্য।’

এ সময় তিনি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তুলে বলেন, পারফরম্যান্স খারাপ হলে তো তাদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি আমরা কি সেই টাকা ফেরত চাইছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

নাজমুলের এই বক্তব্যই নতুন করে ক্ষোভ উসকে দিয়েছে ক্রিকেটারদের মধ্যে এবং বোর্ডে তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র করেছে।

সংবাদটি শেয়ার করুন