ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনায় সপরিবারে তারেক রহমান

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যমুনা এলাকায় পৌঁছান।

তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের এই সফর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের উদ্দেশ্যে করা হয়েছে।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা নিশ্চিত করেন, এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্য স্বরূপ এবং এতে কোনো রাজনৈতিক এজেন্ডা অন্তর্ভুক্ত নেই।

বিএনপির শীর্ষ নেতৃত্বের সূত্রে জানা গেছে, দুই পক্ষ রাজনৈতিক বিষয় বা কোন সিদ্ধান্তে পৌঁছানোর উদ্দেশ্যে নয়, বরং একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখার এবং চলমান জাতীয় পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার জন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন